parbattanews

করোনায় আরও ৩৮ জনের মৃত্যু, শনাক্ত ১৫১৪

ফাইল ছবি

কোডিভ-১৯ এ আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ৯৭২ জনে। একই সময়ে এক হাজার ৫১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল সাত লাখ ৭৫ হাজার ২৭ জনে।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (১০ মে) এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার (৯ মে) সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৬ হাজার ৮৪৮টি নমুনা পরীক্ষা করা হয়। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৮.৯৯ শতাংশ।

তবে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ১১৫ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী। এ নিয়ে দেশে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল ৭ লাখ ১২ হাজার ২৭৭ জনে। সুস্থতার হার ৯১ দশমিক ৯০ শতাংশ। আর মৃত্যুর হার ১.৫৪ শতাংশ।

Exit mobile version