parbattanews

করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৬৭

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ৩ জন মারা গেছেন এবং শনাক্ত হয়েছেন ১৬৭ জন। গতকাল শনাক্ত ছিল ১৭৫ জন। এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ৩১৯ জন এবং শনাক্ত ২০ লাখ ১০ হাজার ৪৯০ জন।

বুধবার (২৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আর গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ২৯৩ নমুনা পরীক্ষার বিপরীতে প্রতি ১০০ জনে শনাক্তের হার ৩ দশমিক ৮৯ শতাংশ।

এদিন সুস্থ হয়েছেন ২৩৫ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ৫৪ হাজার ৫৮৫ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ২৮৯টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ২৯৩টি। এখন পর্যন্ত এক কোটি ৪৭ লাখ ১৯ হাজার ২৯৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ৩ দশমিক ৮৯ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৬৬ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ২২ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৬ শতাংশ।

মৃত্যুবরণকারীদের মধ্যে ১ জন পুরুষ ও দুই জন নারী। তারা ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় অবস্থান করছিলেন।

Exit mobile version