করোনায় আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩২৪

fec-image

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। নতুন করে ১ হাজার ৩২৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আর সুস্থ হয়েছেন ১ হাজার ৭৪৭ জন।

বৃহস্পতিবার (১৪ জুলাই) স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তারা বলছে, মৃত ছয়জনের মধ্যে পুরুষ চারজন এবং নারী দুজন। তাঁদের মধ্যে ঢাকা বিভাগে তিনজন এবং ময়মনসিংহ বিভাগের তিনজন। এখন পর্যন্ত করোনায় ২৯ হাজার ২২৩ জন মারা গেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১১ দশমিক ৮৯ শতাংশ, সুস্থতার হার ৯৬ দশমিক ২৮ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ৮৮০টি পরীক্ষাগারে ১১ হাজার ১২৬টি নমুনা সংগ্রহ করা হয়। আর এ সময় ১১ হাজার ১৩১টি নমুনা পরীক্ষা করা হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আক্রান্ত, করোনা, মৃত্যু
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন