করোনায় দুই জনের মৃত্যু

fec-image

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও দুই জন মারা গেছেন। এই সময়ে নতুন করে আরও ৬২০ জনের ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ২৫৮ এবং শনাক্তকৃত করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ২০ লাখ ৮৯৯।

শুক্রবার (২২ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নমুনা পরীক্ষা করা হয়েছে ৭ হাজার ৩৯৫টি। এর বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ৩৬ শতাংশ। এদিন সুস্থ হয়েছেন এক হাজার ৭৬৫ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ৩৩ হাজার ২৫৯ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৭ হাজার ৩৯৫টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৭ হাজার ৪১৯টি। এখন পর্যন্ত এক কোটি ৪৫ লাখ ৪৫ হাজার ৪৫২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ৮ দশমিক ৩৬ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৭৬ শতাংশ শনাক্ত হয়েছে।
শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৬ দশমিক ৬২ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৬ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানায়, মৃত্যুবরণকারী ২ জনই পুরুষ। তারা বরিশাল ও সিলেটে অবস্থান করছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন