parbattanews

করোনায় দু’দিনে পানছড়িতে দু’জনের মৃত্যু

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় দু’দিনে করোনায় দু’জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি বেড়েছে শনাক্তের সংখ্যা। গত ২৩ আগস্ট খাগড়াছড়ি সদর হাসপাতালে মৃত্যু হয়েছে লোগাং ইউপির ৫০ বছর বয়সী আবদুল মোমিনের।

২৪ আগস্ট চট্টগ্রামে ডেলটা হাসপাতালে মৃত্যুবরণ করেছে কিনা চান পাড়ার ৬৭বছর বয়সী প্রগতি চাকমা। পানছড়িতে করোনা সনাক্তের পর তাদের উন্নতর চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এনিয়ে পানছড়িতে করোনায় চারজনের মৃত্যু হয়েছে। কোভিড’১৯ এর পানছড়ি উপজেলা ফোকাল পার্সন স্যানিটরি ইন্সপেক্টর তৎজিম চাকমার নেতৃতে ¡করোনা দাফন কমিটির সদস্যরা সমস্ত কাজ সম্পন্ন করে।

২৪ আগস্ট আবার বড়েছে করোনা সনাক্তের সংখ্যা। দশ জনের নমুনা সংগ্রহে সাত জনের পজেটিভ পাওয়া যায়। এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ২০২০ সালে ত্রিশ ও ২০২১ সালে একশত ছেচল্লিশ জন। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহারের অনুরোধ জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অনুতোষ চাকমা।

Exit mobile version