parbattanews

করোনায় মৃত্যুর গুজব ছড়ানোর অভিযোগে খাগড়াছড়িতে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার-৩জন জেল হাজতে

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খাগড়াছড়িতে করোনাভাইরাসে আক্রান্ত একজনের মৃত্যুর গুজব ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতাকৃত তিন জনকে জেল হাজতে পাঠানো হয়েছে।

রবিবার(২২ মার্চ) সকালে গ্রেফতারকৃত খাগড়াছড়ি আদালতে হাজির করা হলে আদালত তাদের হাজতে পাঠানোর নির্দেশ দেন। শনিবার বিকালে পুলিশ পৃথক অভিযান চালিয়ে জেলার মানিকছড়ি ও দীঘিনালা থেকে এ তিনজনকে আটক করে।

গ্রেফতারকৃত হচ্ছে, মানিকছড়িতে জহির হোসেন, দীঘিনালায় সুজন দাশ ও মিন্টু চৌধুরী।

রবিবার(২২ মার্চ) সকালে খাগড়াছড়ি পুলিশ সুপার আব্দুল আজিজ তার দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিং-এ বলেন, এই তিন পরস্পর যোগসাজসে খাগড়াছড়িতে “ এই মূহুর্তে পাওয়া তাজা খবর.খাগড়াছড়িতে প্রথম করোনা রোগি হিল্লোল চাকমার মৃত্যু, সর্তকতা জারি করা হয়েছে, খাগড়াছড়ি সদর হাসপাতাল কর্তৃপক্ষ থেকে,  এমন মিথ্যা ও বানোয়াট তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট ও শেয়ার করে জেলায় সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টিসহ রাষ্ট্র বিরোধী তৎপরতা চালিয়েছে।

এ গুজবের কারণে জনমনে ভীতি সৃষ্টি হয়েছে। আটকের পর তাদের কাছ থেকে মিথ্যা অপপ্রচারের আলামত উদ্বার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

Exit mobile version