parbattanews

করোনা আক্রান্ত রোগীর কাছে খাবার পৌঁছে দিলেন সাবেক ইউপি চেয়ারম্যান 

নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে থাকা শিশুসহ ৪ করোনা আক্রান্ত রোগী, চিকিৎসক ও সেবক সেবীকাদের জন্য খাবার পৌঁছে দিলেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী।

নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের কম্বোনিয়া গ্রামের একই পরিবারের শিশুসহ ৪ জনের করোনায় পজেটিভ রোগী শনাক্ত হওয়ার পর তাদেরকে হাসপাতালের আসোলেশন ইউনিটে রাখা হয়।

বুধবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে আইসোলেশনে থাকা রোগীসহ কর্মরত চিকিৎসক ও সেবক-সেবীকাদের জন্য ইফতারী খাদ্যসামগ্রী নিজে উপস্থিত থেকে পৌঁছে দেওয়া হয়েছে।

উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি তসলিম ইকবাল চেয়ারম্যান জানান, আইসোলেশনে থাকা করোনায় আক্রান্ত রোগীদের অনেক রুচিকর খাওয়ার খেতে মন চাই। সরকারের পাশাপাশি নিজের দায়বদ্ধতায় তাদের পাশে দাঁড়িয়েছি। তাদের পরিবারের সুবিধা অসুবিধার খোঁজ খবরও নেওয়া হচ্ছে। এই মহতী উদ্যোগ কে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।

Exit mobile version