parbattanews

করোনা আক্রান্ত হয়ে রোহিঙ্গা শরণার্থীর মৃত্যু

করোনা (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সুলতান (৬৭) আহমদ নামের রোহিঙ্গা শরণার্থীর মৃত্যু হয়েছে।

রবিবার (১৮ এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরের দিন সোমবার দুপুরে লাশ ক্যাম্পে নেয়া হয়। বাদে আসর স্বাস্থ্যবিধি অনুসরণ করে তার দাফন সম্পন্ন করা হয়েছে।

সুলতান টেকনাফের শালবাগান ২৬নং ক‌্যাম্পের বি-৬ ব্লকের (এফসিএন-৪০০৯৩৮) মৃত সিদ্দিকের পুত্র।

কক্সবাজার ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন-(এপিবিএন)এর অধিনায়ক মো. তারিকুল ইসলাম তারিক সোমবার রাত ১১টার দিকে এ খবর জানিয়েছেন।

তিনি জানান, রোহিঙ্গা শরণার্থী সুলতান আহমদ পেটের টিউমারের চিকিৎসার জন্য প্রায় একমাস পূর্বে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে চিকিৎসারত অবস্থায় তিনি ক‌রোনা (কো‌ভিড-১৯) ভাইরা‌সে আক্রান্ত হন।

মো. তারিকুল ইসলাম তারিক জানান, করোনা আক্রান্ত হওয়ার পর থেকে হাসপাতালের আইসোলেশনে ছিলেন শরণার্থী সুলতান আহমদ।

চিকিৎসাধীন অবস্থায় রবিবার (১৮ এপ্রিল) রাতে কর্তব‌্যরত মে‌ডি‌কেল অ‌ফিসার তা‌কে মৃত ঘোষণা ক‌রেন। সোমবার সকালে লাশ ক্যাম্পে নেয়া হয়। স্বাস্থ্যবিধি মেনে একই দিন আসরের নামাজের পর দাফন সম্পন্ন করা হয়েছে।

Exit mobile version