করোনা আতংকে কাপ্তাইয়ের সকল দর্শনীয় ও পর্যটন কেন্দ্রগুলো বন্ধ ঘোষণা

fec-image

করোনা ভাইরাস আতংক ও প্রশাসনের কঠোর নির্দেশনায় কাপ্তাই উপজেলায় সকল ধরনের পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে।

সারা দেশের ন্যায় করোনা ভাইরাস সচেতনতায় প্রতিরোধে কাপ্তাই উপজেলার সরকারি/বেসরকারি পর্যটন কেন্দ্র গুলো শুক্রবার(২০মার্চ) থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে।

এছাড়া কাপ্তাই বিদ্যুৎকেন্দ্র, কেপিএম এবং দর্শনীয়স্থান গুলোতেও কঠোর সাবধানতা অবলম্বল করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল জানান, কেউ যদি সরকারি এ নির্দেশনা অমান্য করে তাহলে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান।

এদিকে অনেক দর্শনার্থী কাপ্তাই প্রবেশ করতে চাইলে প্রবেশমূখ থেকে আইনশৃঙ্গলা রক্ষাকারী বাহিনী তাদের ফেরত দিয়েছে বলে জানা যায়। দেশের বিরাজোমান পরিস্থিতে কাপ্তাইয়ের সকল পর্যটন কেন্দ্রগুলো শূন্য পড়ে আছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন