parbattanews

করোনা আতঙ্কে পেছালো বঙ্গবন্ধু’র বায়োপিকের শুটিং

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মাণ হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র বায়োপিক। এটি নির্মাণের জন্য মুম্বাইয়ের পরিচালক শ্যাম বেনেগালকে বেছে নেওয়া হয়েছে।

তথ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন- ১৭ মার্চ থেকে ২ ঘণ্টা ২০ মিনিট ব্যাপ্তির এ সিনেমার শুটিং শুরু হবে।

কিন্তু করোনা ভাইরাসের চলমান পরিস্থিতি বিবেচনা করে সিনেমাটির শুটিং পেছানো হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) রাতে সিনেমাটির কাস্টিং ডিরেক্টর বাহারউদ্দিন খেলন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামী সেপ্টেম্বর থেকে জাতির পিতার জীবনীনির্ভর সিনেমা ‘বঙ্গবন্ধু’র শুটিং শুরু হতে পারে! খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

বঙ্গবন্ধু’র বায়োপিকে তরুণ বঙ্গবন্ধুর চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক আরিফিন শুভকে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব চরিত্রে অভিনয় করবেন নুসরাত ইমরোজ তিশা। আর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে নুসরাত ফারিয়াকে।

Exit mobile version