parbattanews

করোনা: উখিয়ার ওয়ার্ড ভিশন অফিস বন্ধ ঘোষণা

উখিয়ায় ওয়ার্ল্ড ভিশনের এনজিও অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে এনজিও ওয়ার্ল্ড ভিশন কর্তৃপক্ষ তাদের হেড অফিসের অনুমতি নিয়ে উখিয়া অফিস বন্ধ ঘোষণা করেছেন। এবিষয়ে অফিসের বাইরে নোটিশও টাঙিয়ে দেয়া হয়েছে ।

কক্সবাজার শহরের টেকপাড়ার করোনা শনাক্ত রোগীর ২ কন্যা এনজিও ওয়ার্ল্ড ভিশন এর উখিয়া অফিসে কর্মরত রয়েছেন। তাদের পিতা নারায়ণগঞ্জ থেকে গত ২০ এপ্রিল কক্সবাজারে বাড়িতে আসার পর গত বুধবার (২২ এপ্রিল) রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে তাদের কর্মস্থলে আসা যাওয়া করেছেন।

তারা তাদের পিতার সরাসরি সংস্পর্শে গিয়েছেন। এজন্য রোহিঙ্গা শরনার্থী কাম্পের যেসব এলাকায় তাদের বিচরণ ছিলো, সে সব স্থান এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় এনজিও ওয়ার্ল্ড ভিশন এর উখিয়া অফিস বন্ধ করে দেয়া হয় বলে জানা গেছে ।

তবে করোনা রোগীর ওই ২ কন্যাসহ পরিবারের সকলকে গত ২২ এপ্রিল থেকে বাধ্যতামূলক হোম কোয়ারান্টাইনে রাখা হয়েছে।

এ বিষয়ে এনজিও ওয়ার্ল্ড ভিশন এর নাম প্রকাশে অনিচ্ছুক উক্ত কর্মকর্তা আরও জানান, তাদের উল্লেখিত কর্মীদ্বয়ের সাথে যারা সংস্পর্শে এসেছেন তারা সকলকে হোম কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে।

Exit mobile version