করোনা: কুতুবদিয়ায় আরও ৩ জন পজিটিভ

fec-image

কুতুবদিয়ায় করোনা নমুনা কমে গেলেও নতুন আক্রান্ত বেড়ে গেল। সোমবার আরও নতুন ৩ জন পজিটিভ হয়েছে ৬ জনের মধ্যে। এ নিয়ে মোট পজিটিভের সংখ্যা ৬৬।

স্বাস্থ্য বিভাগের করোনা প্রতিরোধ কমিটির প্রধান ডা. মো. জায়নুল আবেদীন জানান, গত রবিবার (৫ জুলাই) ৯ জন নমুনা দেন। এর মধ্যে নতুন ৬ জন এবং ফলোআপ ৩ জন।

নতুন আক্রান্তরা হলেন, ধুরুং ব্র্যাক শাখার টিবি প্রগ্রামের নুরুল আবছার(৩০), বড়ঘোপ দক্ষিণ অমজাখালী গ্রামের ফরিদ আলম(৬০) ও উপজেলা কৃষি অফিসের রিয়াসাত মুহাম্মদ ইস্তিয়াক(৩০)।

কৃষি অফিসের ২ উপসহকারী কৃষি কর্মকর্তা মিজবাহ উদ্দিন ও শ্যামল দে’র ফলোআপ রিপোর্ট নেগেটিভ এসেছে।

করোনা টেস্টে ২০০ টাকা ফি নির্ধারণের পর থেকে রাতারাতি নমুনা প্রদান-সংগ্রহ কমে গেছে। তবে সোমবারের ফলাফল ৬ জনে ৩ জন পজিটিভ অর্থাৎ ৫০% আক্রান্তের খবরে আবারও আতঙ্ক বেড়ে গেল।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: করোনা, কুতুবদিয়া, পজিটিভ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন