করোনা: খাগড়াছড়িতে এসআই‘সহ তিনজনের দ্বিতীয় নমুনার ফলাফল নেগেটিভ


খাগড়াছড়িতে ছুটি শেষে পাবনা ফেরত এক এসআই‘সহ তিনজনের দ্বিতীয় দফা নমুনা ফলাফল নেগেটিভ এসেছে।
শনিবার(১৬ মে) তাদের তৃতীয় দফা নমুনা সংগ্রহ করা হয়েছে।
খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার সকালে চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) নমুনা পরীক্ষার পাওয়া ফলাফলে জেলা সদরে করোনা আক্রান্ত পাবনা ফেরত পুলিশের এক এসআই ও মহালছড়িতে আক্রান্ত অপর দুই জনের দ্বিতীয় নমুনা ফলাফল নেগেটিভ এসছে।
এদিকে খাগড়াছড়ি সদর হাসপাতালের আইসোলেশন থেকে ছাড়পত্র মাত্র ৬ ঘণ্টা পর যুবকের করোনা পজেটিভ শনাক্ত হওয়ায় পানছড়িতে ঐ যুবকের বাড়ির আশ-পাশের ১১টি বাড়ি লকডাউন করেছে প্রশাসন।
এ নিয়ে জেলায় পুলিশের এক এসআইসহ করোনা প্রজেটিভ পাঁচজন।
প্রসঙ্গ, গত ২২ এপ্রিল খাগড়াছড়ির দীঘিনালায় একটি বিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা অবস্থায় নারায়নগঞ্জ ফেরত চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) এ পাঠানো প্রথম নমুনা রিপোর্ট পজেটিভ এসেছিলো।
এরপর ৬ মে দ্বিতীয় নমুনা পরীক্ষায় নেগেটিভ আসে। সর্বশেষ পাঠানো তৃতীয় নমুনা পরীক্ষার রিপোর্টও ৮ মে রাতে নেগেটিভ আসলে গত ৯ মে তাকে ছাড়পত্র দেওয়া হয়।