করোনা: প্যানেল মেয়রের কন্যার ‘স্বপ্নের ব্যাংক’ ডিসির হাতে প্রদান


করোনারভাইরাস থেকে বাঁচতে মানুষ যখন স্বেচ্ছায় ঘরবন্দি হয়েছে, হয়ে পড়ছে কর্মহীন, তখনি দিনদিন বেড়ে যাচ্ছে অভাব-অনটন। আর এমনি এক মূহর্তে ছোট্ট শিশু সারা জামাল নিজের স্বপ্নের ব্যাংকে জমানো টাকা অসহায়দের জন্য তুলে দিলেন, জেলা প্রশাসক (ডিসি) একেএম মামুনুর রশীদের হাতে।
বৃহস্পতিবার (০২এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে নিজের হাতে তুলে দেন এসব অর্থ।
সারা জামাল রাঙামাটির প্যানেল মেয়র ও ৭নং ওয়ার্ডের কাউন্সিলর জামাল উদ্দিনের মেয়ে এবং সে রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের কেজি শ্রেণীর ছাত্রী। এসময় সারার চাচা সমাজ সেবক কামাল উদ্দিন উপস্থিত ছিলেন।
সারা হয়তো তার হৃদয় দিয়ে বুঝতে পেরেছেন কর্মহীন মানুষরা না খেয়ে আছেন। তাই তার ‘স্বপ্নের ব্যাংক’ সেইসব মানুষদের সহায়তায় তুলে দিলেন।
মুখে তার কোন ভাষা প্রকাশ করতে না পারলেও অন্তর দিয়ে অনুভব করতে পেরেছিলেন হয়তো পরিবার তার বায়নার কাছে হার মানতে বাধ্য হয়েছিলেন। তবে সেসময় জেলা প্রশাসকও তার আবেগটা ধরে রাখতে পারিনি, ছবিটা তাই বলে দেয়।