parbattanews

করোনা প্রতিরোধে মাস্ক নিয়ে পথে পথে মাটিরাঙ্গা থানার ওসি

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের (কোভিড-১৯) দ্বিতীয় ঢেউ শুরুর পর থেকেই খাগড়াছড়ির মাটিরাঙ্গা থানার পুলিশের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। তৎপরতার অংশ হিসেবে মাটিরাঙ্গার বিভিন্ন হাট বাজারে ব্যবসায়ী ও ক্রেতা, সাধারণ মানুষ ও পরিবহন শ্রমিকদের মাঝে সচেতনতার কার্যক্রমের অংশ হিসেবে মাস্ক বিতরণ করছেন মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী।

শুধুমাত্র মাস্ক বিতরণই নয়, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলীর নেতৃত্বে করোনা প্রতিরোধে করণীয় সম্পর্কে প্রচারণা চালাচ্ছেন। প্রাণঘাতী করোনা ভাইরাসের এই ক্রান্তিকালে জনগনের উদ্দেশ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়ে নিজেই মাইক হাতে প্রচারণা চালাচ্ছেন তিনি।

পুলিশের এ কার্যক্রমকে স্বাগত জানিয়ে ব্যবসায়ী ও সাধারণ পথচারীরা বলেন, ‘সাধারণ মানুষের মাঝে এখন মাস্ক পরার অভ্যাস অনেকটাই কমে গেছে। পুলিশ যদি এ কার্যক্রম অব্যাহত রাখে তাহলে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির পাশাপাশি করোনা সংক্রমণ কিছুটা হলেও কমবে।’

এ কার্যক্রম প্রসঙ্গে মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী বলেন, করোনা মোকাবিলায় পুলিশ ঝুঁকি নিয়ে কাজ করেছে। এর আগে পুলিশ সদস্যরা মরদেহ সৎকার করেছেন। করোনা মোকাবেলায় গিয়ে পুলিশ সদস্যরা মৃত্যুবরণ করেছে। দ্বিতীয় ধাপেও পুলিশ সদস্যরা ঝুঁকি নিয়েই মাস্ক পরতে ও হ্যান্ড-স্যানিটাইজার ব্যবহারে সচেতনতা তৈরিতে মাঠে নেমেছে।

তিনি বলেন, সাধারণ মানুষ মাস্ক পেয়ে খুবই খুশী, তাদের আনন্দ আমাদের অনুপ্রাণিত করেছে। তিনি বলেন, মানুষকে মাস্ক পরার অভ্যাস করতে হবে। অনেকে টিকা নিলেও আমাদের সবাইকে মাস্ক পরতে হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনা মোকাবিলায় বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে বলেও মন্তব্য করেন এ পুলিশ কর্মকর্তা।

মাটিরাঙ্গা থানা পুলিশের এমন উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে মাটিরাঙ্গা পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. শহিদুল ইসলাম সোহাগ বলেন, আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি করোনাকালে মাটিরাঙ্গার সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় মাঠে ময়দানে কাজ করে মানবতার পরিচয় দিয়েছেন মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী।

Exit mobile version