করোনা প্রতিরোধ কমিটির সমন্বয়ক করোনা আক্রান্ত
![fec-image](https://www.parbattanews.com/wp-content/uploads/2020/12/1-4.jpg)
কক্সবাজার শহর করোনা প্রতিরোধ কমিটির সমন্বয়ক ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম করোনা আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) কক্সবাজার মেডিকেল কলেজের রিপোর্টে তার করোনা ‘পজিটিভ’ শনাক্ত হয়েছে।
তবে, তার শারীরিক অবস্থা তেমন ঝুঁকিপূর্ণ নয়। বর্তমানে তিনি শহরের রুমালিয়ারছরার নিজ বাড়িতে অবস্থান করছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদ নজিবুল ইসলামের বড় ভাই দৈনিক কক্সবাজারের পরিচালনা সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম।
মহান আল্লাহর দরবারে প্রার্থনা করে তিনি বলেন, হে আল্লাহপাক আমাদের এই ভাইটাকে আপনি ক্ষমা করুন। শেফা দান করুন। যে সবসময় নিজের চেয়ে মানুষকে বেশি ভালোবেসেছে। করোনার একদম শুরু থেকেই জীবনবাজি রেখে কক্সবাজারের পথে প্রান্তরে, মানুষের দুয়ারে দুয়ারে দিন রাত ছুটে চলা আমাদের এই ভাইটি আজ নিজেই করোনা পজিটিভ। কক্সবাজারবাসীর এই প্রিয় সন্তানের জন্য আল্লাহপাকের রহমত এবং সবার দোয়া/আশির্বাদ প্রার্থনা করছি।