parbattanews

করোনা: বাঘাইছড়িতে প্রথম টিকা নিলেন ইউএনও

বাঘাইছড়ি উপজেলা স্বাস্হ‍্য কমপ্লেক্সে কোভিড-১৯ করোনা ঠিকাদান কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

রবিবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলামকে প্রথম টিকা গ্রহণের মাধ‍্যমে উদ্বোধন করা হয়।

এরপর উপজেলা ভাইস চেয়ারম‍্যান আঃ কাইয়ুম ও পৌর মেয়র জাফর আলী খানকে ও ৫৪ বিজিবি সাজেক জোন ক্যাপ্টন আশরাফুল ইসলাম, সাংবাদিক থেকে আবু নাছের টিকা গ্রহণ করেন।

এতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্হ‍্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মো. ইশতেখার আহাম্মদ, পৌর মেয়র জাফর আলী খানসহ বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও টিকা গ্রহণকারীরা উপস্থিত ছিলেন।

বাঘাইছড়ি উপজেলা স্বাস্হ‍্য ও পঃপঃ কর্মকর্তা জানান, বাঘাইছড়িতে প্রাথমিকভাবে ১৯৫০টি ভ‍্যাকসিন পাওয়া গেছে। অত্র স্বাস্হ‍্য কমপ্লেক্সে ১টি কেন্দ্রের মাধ‍্যমে নিবন্ধন কৃতদের এই টিকা প্রদান করা হচ্ছে।  ঠিকা প্রদানের জন‍্য ৩৭ জন নিবন্ধিত হয়েছেন।

Exit mobile version