parbattanews

করোনা: বান্দরবানে একদিনে সর্বোচ্চ আক্রান্ত ৯

বান্দরবানে মহামারী করোনায় একদিনে সর্বোচ্চ ৯ জন শনাক্ত হয়েছে। এর আগে আক্রান্ত ৩৭ জনসহ জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৬ জনে। এর মধ্যে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৪ জন এবং সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন রোগী।

বান্দরবান সিভিল সার্জন দপ্তর সূত্রে জানা যায়, গত দুইদিন জেলার বিভিন্ন হাসপাতালের মাধ্যমে নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়। শনিবার বিকেলে প্রাপ্ত ফলাফল অনুযায়ী জেলা সদরে ৫ জন, রুমা উপজেলায় ৩ জন এবং নাইক্ষ্যংছড়ি উপজেলায় ১ জন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে নাইক্ষ্যংছড়ি উপজেলার আক্রান্ত রোগী নমুন দিয়েছেন শরণার্থী ক্যাম্পের একটি হাসপাতালে।

উল্লেখ্য, ৬জুন পর্যন্ত জেলায় হোম কোয়ারান্টিনে থাকা রোগীর সংখ্যা ১০৬১জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৯১৬জন। প্রতিষ্ঠানিক কোয়ারান্টিনের রোগীর সংখ্যা ১১০ জন। তার মধ্যে সুস্থ হয়েছেন ৯০ জন।

Exit mobile version