parbattanews

করোনা ভ্যাক্সিন সঙ্কটে রাঙামাটিতে ২ আগস্ট থেকে করোনা টিকা প্রদান বন্ধ

ফাইল ছবি

গত সোমবার (২ আগস্ট) থেকে ঢাকা থেকে করোনা ভ্যাক্সিন সরবরাহ না থাকায় রাঙামাটিতে ৪টি কেন্দ্রের করোনা টিকা প্রদান বন্ধ আছে।

এছাড়া করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমনের বর্তমান পরিস্থিতি চলাকালিন মঙ্গলবার (৩ আগস্ট) পর্যন্ত রাঙামাটি পিসিআর ল্যাবে মোট নমুনা পরীক্ষা ১৭২৮০ জন, মোট রোগী শনাক্ত ৩০৫১ জন, মোট মৃত্যু ২৭ জন, ১ম ডোজ ভ্যাক্সিন দেয়া হয়েছে ৫৪০৮১ জনকে, ২য় ডোজ ভ্যাক্সিন দেয়া হয়েছে ১৯১৩৭ জনকে।

সদর উপজেলা-২৮জন, কাপ্তাই উপজেলা-১৭, কাউখালী উপজেলা-৪, লংগদু উপজেলা-৩, বাঘাইছড়ি উপজেলা-২, বিলাইছড়ি উপজেলা-১, মোট-৫৫ জন নতুন করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। রাঙামাটি জেলায় করোনা সংক্রমিত বর্তমানে মোট ৮১০ জন চিকিৎসাধীন আছে। রাঙামাটি সরকারি কলেজ নতুন ভবনে স্থাপিত অস্থায়ী করোনা আইসোলেশন ওয়ার্ডে করোনা রোগী ভর্তি আছে ৮জন। রাঙামাটিতে করোনা সনাক্তের হার ৩০.৮৬%।

এসব তথ্য নিশ্চিত করেন রাঙামাটি জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনা ফোকাল পার্সন ডা. মো. মোস্তাফা কামাল।

উল্লেখ্য, রাঙামাটি পার্বত্য জেলায় করোনা (ভ্যাক্সিন) টিকা গ্রহনের আগ্রহ বেশি কিন্তু জনসংখ্যা হারে ঢাকা থেকে টিকা সরবরাহ নীতি পরিবর্তন করে টিকা চাহিদার অনুকুলে করোনা (ভ্যাক্সিন) টিকা সরবরাহের দাবি স্থানীয় জনসাধারনের।

Exit mobile version