করোনা মোকাবিলায় প্রস্তুত রাঙামাটি স্বাস্থ্য বিভাগ

fec-image

ভারতসহ পার্শ্ববর্তী কয়েকটি দেশে করোনার নতুন সাব-ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়ে যাওয়ায় সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এরই ধারাবাহিকতায় স্বাস্থ্য অধিদপ্তরের জরুরী নির্দেশনা মেনে রাঙামাটি জেলা স্বাস্থ্য বিভাগও করোনা মোকাবিলায় সর্বাত্বক প্রস্তুতি নিয়েছে।

পার্বত্য জেলা রাঙামাটি পর্যটক ভিত্তিক এলাকা। এখানে বছরের বেশিরভাগ সময় পর্যটকের আনাগোনা থাকে। যে কারণে করোনা সংক্রমণের ঝুঁকি থাকে পার্বত্যাঞ্চলটিতে।

জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রতিটি উপজেলা স্বাস্থ্য বিভাগকে এ ব্যাপারে প্রস্তুতি নিতে বলা হয়েছে। আক্রান্ত রোগীদের সেবা প্রদান, নৌযান ঘাটগুলোতে স্বাস্থ্য ডেস্ক খোলা, চিকিৎসাকাজে স্বাস্থ্যকর্মীদের ব্যবহারের জন্য পর্যাপ্ত পরিমাণ মাস্ক,

গ্লাভস ও রোগ প্রতিরোধী পোশাক (পিপিই) মজুত রাখতে বলা হয়েছে। ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর জন্য রোগ প্রতিরোধ নির্দেশনাগুলো প্রচার করার নির্দেশনা প্রদান করা হয়েছে।

রাঙামাটি সিভিল সার্জন ডা: নূয়েস খীসা বলেন, করোনা মোকবিলায় আমরা রাঙামাটি জেলা স্বাস্থ্য বিভাগ আগেই প্রস্তুতিমূলক বৈঠক করে ফেলেছি। করোনা মোকাবিলায় প্রয়োজন মতো সাবান দিয়ে হাত ধুতে হবে।

নাক-মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করতে হবে। আক্রান্ত ব্যক্তি থেকে কমপক্ষে ৩ ফুট দূরে থাকতে হবে। অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ না করতে অনুরোধ জানিয়েছে। এছাড়া হাঁচি-কাশির সময় টিস্যু বা কাপড় দিয়ে নাক মুখ ঢাকার অনুরোধ জানান।

সিভিল সার্জন আরও বলেন, অসুস্থ হলে ব্যক্তিকে ঘরে থাকতে হবে এবং মারাত্মক অসুস্থ হলে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করার জন্য বলেন তিনি। উল্লেখ্য, রাঙামাটিতে গতবারে করোনায় আক্রান্ত হয়ে ১০মারা গিয়েছিলেন। এরমধ্যে ৭৫৭জন করোনায় আক্রান্ত হয়েছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন