parbattanews

করোনা মোকাবিলায় রাঙামাটিতে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণের সিন্ধান্ত

করোনা মোকাবেলায় রাঙামাটির ১০উপজেলায় স্বাস্থ্য সামগ্রী এবং ত্রাণ বিতরণের সিন্ধান্ত গৃহীত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যানের কক্ষে অনুষ্ঠিত রেডক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিন্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট রাঙামাটি ইউনিটের সভাপতি বৃষকেতু চাকমা।

সভায় সভাপতির বক্তব্যে বৃষকেতু চাকমা বলেন, কোভিড-১৯ বা করোনা মহামারী মোকাবিলায় জেলার ১০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, বিভিন্ন পাড়াকেন্দ্রে, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান এবং গরিব ও অসহায় মানুষের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও ত্রাণ বিতরণ করা হবে। এইজন্য প্রস্তুতিও নেওয়া হয়েছে। তালিকা প্রণয়ন করে দ্রুত সময়ের মধ্যে এইসব সামগ্রী বিতরণ করা হবে।

সভায় রেড ক্রিসেন্ট সোসাইটির সহ-সভাপতি হাজী মো. কামাল উদ্দীন, সেক্রেটারী মো. মাহফুজুর রহমান, সদস্য এনএম জাহাঙ্গীর আলম, মনোয়ারা আক্তার জাহান, ক্যাচিং প্রু মারমা, মোঃ কামাল এবং সোলায়মান উপস্থিত ছিলেন।

Exit mobile version