parbattanews

করোনা রোধে জীবাণুনাশক স্প্রে করছে পানছড়ির যুব রেড ক্রিসেন্ট

নোবেল করোনা (কোভিড-১৯) ভাইরাস সতর্কতায় জীবাণুনাশক স্প্রে নিয়ে নেমেছে পানছড়ি যুব রেড ক্রিসেন্ট। যুব ইউনিট প্রধান রায়হান আহমেদ ও উপ প্রধান মহিউদ্দিন রিন্টুর নেতৃত্বে কাজ করছে প্রায় ত্রিশের অধিক যুব রেড ক্রিসেন্টের সদস্য।

২টি স্প্রে মেশিন নিয়ে বুধবার (২৫ মার্চ) সকাল ১০টা থেকে পানছড়ি বাজারের বিভিন্ন এলাকা, ডাস্টবিন, ড্রেন, ব্যাটারি চালিত টমটম, সিএনজি, মাহেন্দ্র গাড়িতে করছে জীবাণুনাশক স্প্রে।

স্প্রের পাশাপাশি তারা বিতরণ করছে সচেতনতামূলক লিফলেট। বাজারের বিভিন্ন পয়েন্টে স্থাপন করেছে হাত ধোয়ার বালতি। এসবের উদ্বোধন করেন রেড ক্রিসেন্টের আজীবন সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: আব্দুল মোমিন ও আজীবন সদস্য উচ্চ বিদ্যালয় শিক্ষক মো: মোফাজ্জল হোসেন।

তাদের এই মহতী উদ্যেগকে স্বাগত জানিয়েছে স্থানীয় সুশীল সমাজ। পানছড়ি উপজেলা স্বাস্থ্য প: প: কর্মকর্তা ডা: অনুতোষ চাকমা জানায়, সবাই এভাবে এগিয়ে এসে সহযোগিতার বাড়ালে হাত আমরা নিরাপদ থাকবো।

তাদের দাবি কয়েকটা সুরক্ষা সামগ্রী পেলে আরো সাহসিকতার সহিত এ সেবা দেয়া যাবে।

উল্লেখ্য খাগড়াছড়ি ব্রাঞ্চের পানছড়ির যুব রেড ক্রিসেন্ট বিভিন্ন জাতীয় দিবস, উপজেলায় আয়োজিত বিভিন্ন খেলাধুলাসহ সকল কর্মকাণ্ডে সেবা দিয়ে তারা ইতোমধ্যে সকলের নজর কেড়েছে।

Exit mobile version