parbattanews

কর্ণফুলী নদীতে ডুবে যাওয়া দেবলিনার মৃতদেহ উদ্ধার, নিখোঁজ ২

কর্ণফুলী নদীতে ডুবে যাওয়া দেবলিনার মৃর্তদেহ উদ্বার করা হয়

চট্রগ্রাম থেকে কাপ্তাইয়ে তীর্থভ্রমণে এসে কর্ণফুলী নদীতে ইঞ্জিন চালিত নৌকা ডুবির ঘটনায় ১জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং ২জন নিখোঁজ রয়েছে।

শুক্রবার (১৪ফেব্রুয়ারি) ভালবাসার এ দিনে চট্রগ্রামশহরস্থ নন্দনকানন রাধামাধব মন্দির থেকে শীলছড়ি ইসকনের ১২৭ জন সদস্য তীর্থ ভ্রমণে আসে। একটি দল শীলছড়ি ইঞ্জিন চালিত নৌকা করে বেলা ১২টার দিকে কর্ণফুলী নদী থেকে ইদ্রিসের বাগান হয়ে উঠার সময় তীরে তরিঘড়ি করে উঠতে গিয়ে নৌকা ডুবে তিনজন নিখোঁজ হয়।

দ্রুত কাপ্তাই ফায়ার সার্ভিস এবং নৌ বাহিনী ডুবুরিদল ঘটনাস্থলে এসে দেবলিনা দে(১০) পিতা রতন দে গ্রাম-হাজারীগলি, থানা-কোতায়ালী, জেলা চটগ্রামকে বিকাল ৪টায় উদ্ধার করে। এবং বিজয় মজুমদার(৩০) পিতা রাজিব মজুমদার গ্রাম-হরিউপুর ও টুম্পা মজুমদার(৫) –চট্রগ্রাম এ দু’জন এখনও নিখোঁজ রয়েছে।

চটগ্রাম ফায়ার সার্ভিস ডুবরী দল এবং কাপ্তাই নৌবাহিনী দল উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

এদিকে কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মফিজুল হক, কাপ্তাই নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল, ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী ঘটনাস্থলে উদ্ধার তৎপরতায় সহযোগিতা করছে এবং সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছে। উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

Exit mobile version