কর্ণফুলী নদীতে নিখোঁজের ৩ দিন পর মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার


রাঙামাটির কাপ্তাই উপজেলায় কর্ণফুলী নদীতে নিখোঁজের তিন দিন পর মাদ্রাসা পড়ুয়া শিশু শিক্ষার্থী তাহসিনের (১২) লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৬.৩০মিনেটে উপজেলার রাইখালী ইউনিয়নের ডলুছড়ি এলাকায় কর্ণফুলী নদীর পাড়ে ভাসমান অবস্থায় লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ এবং ফায়ার সার্ভিস সদস্যদের খবর দিলে তারা ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।
মাদরাসা পরিচালক শহিদুল ইসলাম জানান, আমরা কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ডুবুরি দলকে সংবাদ দিলে তারা এসে ভাসমান অবস্থায় লাশ উদ্বার করে। পরে প্রশাসন মাদরাসা শিশুর লাশটি হস্তান্তর করে। কোন অভিযোগ না থাকায় চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনচারুল করিম (ওসি) লাশটি পরিবারের নিকট হস্তান্তর করে বলে জানান।
উল্লেখ্য, গত শনিবার উক্ত শিক্ষার্থী মাদরাসা থেকে কাউকে কিছু না জানিয়ে ছোট ডিঙ্গি নৌকাযোগে কয়লারডিপু এলাকার কর্ণফুলী নদীতে পড়ে নিখোঁজ হয়। সে রাঙ্গুনিয়া উপজেলার নিশ্চিন্তাপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। মঙ্গলবার সাড়ে ১২টায় তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।