কর্ণফুলী নদীতে নিখোঁজের ১৫ ঘন্টা পর পর্যটকের মরদেহ উদ্ধার


রাঙামাটির কাপ্তাই উপজেলার সীতারঘাট কর্ণফুলী নদীতে নিখোঁজের১৫ ঘন্টা পর অপূর্ব সাহার (১৯) মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মে) ভোর সাড়ে ৬টার দিকে মরদেহটি নদীর পাড় থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। বৃহস্পতিবার ভোর ৫টা ৪৫মিনিটে শিলছড়ি এলাকার স্থানীয় বাসিন্দা এনামুল হক বাচ্চু কৃষিকাজে বাগানে যাওয়ার সময় মরদেহটি সীতারঘাটের পাশে ভেসে থাকতে দেখে ।
পরে স্থানীয় প্রশাসন, ইউপি সদস্য ও ফায়ার সার্ভিস কর্মীদের খবর দিলে ভোর সাড়ে ৬টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। এনিয়ে গতকাল বুধবার (১১ মে) পর্যটক নিখোঁজের ঘটনায় ২ জনের প্রাণহানী ঘটেছে।
প্রসঙ্গত, বুধবার (১১ মে) আনুমানিক ১২টায় চট্টগ্রাম শহর থেকে ৬ বন্ধু কাপ্তাইয়ে বেড়াতে আসে । এবং দেড়টার দিকে কর্ণফুলী নদীর সীতার ঘাট এলাকায় গোসল করতে নেমে ২ বন্ধু নদীতে নিখোঁজ হয়। বুধবার লোকেশ বৈদ্য নামে কলেজ পড়ুয়া ছাত্রের মরদেহ উদ্ধার করা গেলেও অপূর্ব সাহা মরদেহটি উদ্ধার করা সম্ভব হয়নি। পরে ১৫ ঘণ্টা পর অপূর্ব সাহার মরদেহটি বৃহস্পতিবার (১২ মে) নদীর পাড়ে ভেসে উঠলে পরে তাকে উদ্ধার করা হয়।