parbattanews

কর্ণফুলী নদী পথে পাচারকালে ২ লাখ টাকার সেগুন কাঠ আটক

কর্ণফুলী নদীপথে গভীর রাতে অভিনব পন্থায় পাচারকালে সেগুন কাঠ আটক করেছে বন বিভাগ। শুক্রবার (২৬ আগস্ট) রাতে কর্ণফুলী নদী পথে কাঠ পাচারকালে কর্ণফুলী রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসাইন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।

অভিযানে প্রশান্তি পার্কের নদীর ওপার হতে অভিনব পন্থায় বাঁশের চালি আকারে পাচারকালে সেগুন গোলকাঠ ও রদ্দা আটক করে।যার পরিমাণ ১০০ ঘনফুট কাঠ এবং বাজার মূল্য প্রায় ২ লাখ টাকা।

পার্বত্য চট্রগ্রাম দক্ষিণ বন বিভাগ কর্ণফুলী রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসাইন জানান, আমরা গোপন সংবাদ পেয়ে কাঠগুলো আটক করি। তবে কাউকে গাছের সাথে পাওয়া যায়নি। গত বুধবার একই এলাকা হতে ৪০ ঘনফুট কাঠ আটক করে বলে জানান তিনি। আটক গাছ অফিস হেফাজতে রাখা হয়েছে।

Exit mobile version