কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে বেড়েছে বিদ্যুৎ উৎপাদন


রাঙামাটির কাপ্তাই উপজেলায় অবস্থিত কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে বেড়েছে বিদ্যুৎ উৎপাদন। টানা কয়েকদিনের ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন বেড়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
সোমবার সকাল থেকে পাঁচটি ইউনিট এর মধ্যে চারটি ইউনিট থেকে ১৫৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের তথ্য জানা গেছে। এরমধ্যে- এক, দুই ও চার নম্বর ইউনিট থেকে ৪০ মেগাওয়াট করে এবং পাঁচ নম্বর ইউনিট থেকে ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়। তবে তিন নম্বর ইউনিট বন্ধ রয়েছে।
কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৯ টা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানির স্তর ছিলো ৮৬ দশমিক ৬৭ ফুট মীনস সি লেভেল। রুলকার্ভ অনুযায়ী হ্রদে পানি থাকার কথা ৭৬ দশমিক ২৬ ফুট মীনস সি লেভেল। কাপ্তাই হ্রদে পানির ধারণ ক্ষমতা ১০৮ ফুট মীনস সি লেভেল।
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, এতদিন কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় কেন্দ্রের পাঁচটি ইউনিটের মাত্র একটি ইউনিট চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করা হলেও শনিবার দু’টি ইউনিট এবং রোববার চারটি ইউনিট চালু করা হয়েছে। হ্রদে পানি বেড়ে গেলে বাকি আরও একটি ইউনিট চালু করা হবে বলে জানান তিনি।