কর্ণফুলী পেপার মিল: ২৪ ঘণ্টা মধ্যে উৎপাদনে না গেলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

fec-image

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত কর্ণফুলী পেপার মিলে উৎপাদন চালু রাখা এবং উৎপাদন বিরোধী যড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শ্রমিক-কর্মচারী পরিষদ।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদের উদ্যোগে প্রতিষ্ঠানটির মূল ফটকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানবন্ধনে বক্তারা বলেন, ২০১৭ সাল থেকে তৎকালীন কেপিএম এর এমডি ড: এম এ কাদের এর যড়যন্ত্রে দক্ষিণ এশিয়ার বৃহত্তম এই কাগজ কলটির উৎপাদন ধীরে ধীরে কমতে থাকে। তিনি কেপিএম এর নিজস্ব পাল্প উৎপাদনও বন্ধ করে দেয়। অথচ মিলটিতে উৎপাদন এর সক্ষমতা থাকার পরও ২০১৭ সাল থেকে প্রতিষ্ঠানটি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে।

উপরন্তু ২০২২ সালে কারখানায় বাজেট কমিয়ে এবং শ্রমিক-কর্মচারী কমিয়ে মিলটিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এখনো তৎকালীন এমডি এম এ কাদের এর দোসররা মিলে বহাল তবিয়তে থেকে যড়যন্ত্রে লিপ্ত আছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে মিলের কার্যক্রম উৎপাদন কার্যক্রম সচল করা না হলে শ্রমিক-কর্মচারী পরিষদ কঠোর কর্মসূচি পালন করবে বলে হুঁশিয়ারি প্রদান করে।

কেপিএম শ্রমিক-কর্মচারী পরিষদের সভাপতি আব্দুল রাজ্জাক এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক কাজী আবু সরোয়ার এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, শ্রমিক সংগঠনটির সহ-সভাপতি মো. শহীদুল্লাহ, মো. তারেক, মো. জসিম, যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন, আব্দুল আজিজ ও মো. আলাউদ্দিন প্রমুখ।

মানববন্ধনে স্থায়ী ও অস্থায়ী শ্রমিক-কর্মচারী, স্কুল ও মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকাবাসীরা অংশ নেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন