কলকাতার আকাশে ড্রোনসদৃশ বস্তু, সীমান্তে নজরদারি বৃদ্ধি

fec-image

কলকাতার আকাশে রাতের বেলায় ড্রোন ওড়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে পুরো কলকাতার স্থানীয়দের মধ্যে আতংক বিরাজ কাজ করেছিল। নানারকম প্রশ্ন ও সন্দিহান ডানা মেলছে কলকাতার পুলিশের । তারা এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে।

পাকিস্তানের সঙ্গে যুদ্ধ কিংবা উত্তেজনার পরিস্থিতিতে ভারতের জম্মু-কাশ্মীর, গুজরাট, রাজস্থান ও পাঞ্জাবের সীমান্তবর্তী এলাকাগুলোতে প্রায়শই ড্রোনের দেখা মেলে। এবার কলকাতার আকাশেও দেখা মিললো রহস্যময় ড্রোনের।

কলকাতা পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার (২০ মে রাতে) কলকাতার মহেশতলা ও বেহালার দিক থেকে বেশ কয়েকটি রহস্যময় ড্রোন উড়তে দেখা গেছে। ভিক্টোরিয়া ও ব্রিগেড মাঠের উপরেও উড়তে দেখা যায় এসব ড্রোন। এছাড়া ড্রোনগুলো বিজয় দুর্গের অর্থাৎ ফোর্ট উইলিয়ামের আশেপাশেও উড়েছে।

ফোর্ট উইলিয়াম হলো ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদরদপ্তর, যা ‘রেড জোন’ বলেই চিহ্নিত। এখানে ড্রোন অথবা ড্রোন জাতীয় কিছু ওড়ানোর ব্যাপারে বিধি-নিষেধও রয়েছে। তাই মঙ্গলবার রাতের ড্রোনগুলো নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে।

রহস্যময় ড্রোনগুলো দেখে স্থানীয় বাসিন্দারা কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজার কন্ট্রোল রুমে ফোন করেন। সেখান থেকে নির্দিষ্ট করে বেশ কয়েটি থানাতে এই তথ্য জানানো হয়। থানার কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করেন। রাতের দৃশ্যমানতা কম থাকায় বিষয়টি স্পষ্ট নয় ও বহুতল আবাসন থাকায় ধারণা করা হচ্ছে, ড্রোনগুলো ভবনগুলোর পেছন থেকেই চলে গেছে।

তবে সেগুলো আদৌ ড্রোন না অন্যকিছু সেটাও খতিয়ে দেখছে কলকাতা পুলিশ। সেনাবাহিনীর সঙ্গেও কথা বলছে তারা।

ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাপস রায় বলেন, বর্তমানে পশ্চিম প্রান্তের সঙ্গে পূর্ব প্রান্তের অশান্তি দানা বাঁধছে। বিভিন্ন ধরনের গুজব রটছে। ভারত সরকারের এজেন্সিগুলো সবকিছুর ওপরেই নজরে রাখছে। রাজ্য পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে। তবে আমি জানি না এগুলো আসলে কী।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন