parbattanews

কল্পনা চাকমা অপহরণের ২১ বছর উপলক্ষ্যে হিল উইমেন্স ফেডারেশনের বিভিন্ন কর্মসূচি

 

প্রেস বিজ্ঞপ্তি:

১২ জুন হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী কল্পনা চাকমা অপহরণের ২১ বছর পূর্ণ হবে। এ উপলক্ষ্যে হিল উইমেন্স ফেডারেশনসহ ৫ নারী সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

কর্মসূচি সফল করতে সর্বস্তরের কর্মী-সমর্থকদের কর্মসূচিতে অংশ নেয়ার জন্য হিল উইমেন্স ফেডারেশন-এর পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, অভিযোগ করা হয় ১২ জুন, ১৯৯৬সনে বাঘাইছড়ি উপজেলার নিজ বাড়ি থেকে কল্পনা চাকমাকে অপহরণ করা হয়। ওই অপহরণ ঘটনায় কল্পনার বড় ভাই কালিন্দী কুমার চাকমা বাদী হয়ে বাঘাইছড়ি থানায় মামলা দায়ের করেন।

 

Exit mobile version