কোটি টাকার বাঁশ কাপ্তাই লেকে নষ্ট

কাঁচামাল পারাপার কার্গো টলির যান্ত্রিক ত্রুটির ফলে কাজ চলছে মন্থরগতিতে

fec-image

কাঁচামাল পারাপার কার্গো টলির যান্ত্রিক ত্রুটির কারণে ব্যবসায়ীর কোটি টাকার বাঁশ লেকে নষ্ট হচ্ছে। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃক পরিচালিত হয় কাঁচামাল পারাপার কার্গো প্রণালী টলি। কাপ্তাই লেক ও কর্ণফুলী নদী হতে সকল ধরনের কাঁচামাল বোঝাই পারাপার করা হয় এ কার্গো টলি দিয়ে। কিন্ত দীর্ঘ বছর যাবত টলিগুলোর যান্ত্রিক ত্রুটির কারনে সমস্যা পড়তে হয়েছে ব্যবসায়ীদের। টলি ৩টি মেরামতের জন্য মেসার্স এন্টারপ্রাইজ’ও জেবি নামে দুটি প্রতিষ্ঠান কাজ পেলেও কাজ চলছে মন্তর গতিতে।

নিম্নমানের কাজের বিষয়েও অভিযোগ উঠেছে। কাপ্তাই বাঁশ ব্যবসায়ী ইউসুফ, ইদ্রিস, টিপু, রাজ্জাক, বাদশা, ময়ূর, খুশি ও আব্দুর রশিদ রাশু জানান কার্গোটলি যান্ত্রিক ত্রুটির ফলে আমাদের লক্ষ লক্ষ টাকার বাস নদীতে নষ্ট হয়ে যাচ্ছে। আমরা সরকারি সকল ধরনের সরকারি রাজস্ব দেয়ার পরও সঠিক সময় আমাদের বাঁশ পারাপার করতে পাড়ছিনা। কার্গোটলি ৩টি মেরামত করার জন্য ২টি প্রতিষ্ঠান কাজ পায়। কিন্তু সরকারের পদ পরিবর্তনের ফলে তাদের দেখা যায়না। কাজ ফেলে চলে গেছে। যার ফলে একটি কাঁচামাল পারাপার কার্গোটলি দিয়ে কোন রকম জোড়া তালি দিয়ে ঝুঁকিপূর্ণভাবে বাঁশ পারাপার করা হয়। তাও আবার রাতে দিনে একবেলা। মন্তর গতিতে মাল পারাপার করার ফলে কোটি টাকার বাঁশ লেকে শুকিয়ে নষ্ট হচ্ছে। আমরা চাই দ্রুত কার্গো টলি মেরামত করে আমাদের সমস্যা দূরীকরণ করা হোক। না হয় আমরা কোটি টাকার লস্ দিয়ে পথে বসতে হবে।

মেসার্স এন্টারপ্রাইজ’ সাইড ম্যানেজার আসাদকে ফোন করা হলেও মোবাইল রিসিভ করেনি।

কাঁচা মালামাল প্রণালী কার্গো টলি উপসহকারী প্রকৌশলী আদিল হোসেনকে কার্গো সমস্যা বিষয় ফোন করে জানতে চাইলে তিনি জানান, কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র ব্যবস্থাপকের অনুমতি ব্যতীত আমি কিছু বলতে পারব না।

কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের জানান, কার্গো টলি মেরামত করার জন্য প্রতিষ্ঠান কাজ করার পর কোন বিল পায়নি।তাছাড়া কাজে কিছু অনিয়ম রয়েছে। অন্য একটি টলি ভাল আছে। তাও দিয়ে কাজ করতে পারে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন