কাঁচালং সরকারি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি


বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কাঁচালং সরকারি কলেজ শাখার নবগঠিত কমিটির উদ্যোগে এবং কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেয়।
বৃক্ষরোপণ কর্মসূচির পর কলেজ ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান তারেক বলেন, নতুন কমিটির এটি প্রথম উদ্যোগ, যা বৃক্ষরোপণের মাধ্যমে তাদের সংগঠনের যাত্রা শুরু করল। আমরা যতদিন দায়িত্বে থাকব, ততদিন সংগঠনের কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হবে।
সাধারণ সম্পাদক নাইম উদ্দীন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেশ ও সমাজের কল্যাণে সদা সচেষ্ট থাকবে এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা সকল ছাত্র-ছাত্রীসহ জনসাধারণের নিটক পৌঁছে দিতে সচেষ্ট থাকবে। আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে একটি ইতিবাচক বার্তা দিতে চেয়েছি এবং ভবিষ্যতেও সঠিকভাবে সকল কর্মসূচি পালনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
বৃক্ষরোপণ কর্মসূচিটি কলেজ প্রাঙ্গণকে সবুজায়নের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।