parbattanews

কাউখালীতে অতিরিক্ত বাঁশ বোঝাই চাঁদের গাড়ি খাদে, একজন নিহত

রাঙামাটির কাউখালীত অতিরিক্ত বাঁশ বোঝাই চাঁদের গাড়ি উল্টে সাহাব উদ্দিন নামে একজন নিহত হয়েছে। শনিবার (১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় উপজেলার ৪নং কলমপতি ইউনিয়নের উত্তর নাইল্যাছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রতক্ষদর্শীরা জানান, দুর্ঘটনাকবলিত চাঁদের গাড়িটি ধারণ ক্ষমতার চেয়ে দ্বিগুন বাঁশ বোঝাই করে সরু রাস্তা দিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় যাচ্ছিলো। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

৪নং ওয়ার্ডের মেম্বার শাহজাহান জানান, ৩নং ওয়ার্ডের ডলু এলাকা থেকে বাঁশ বোঝাই চাঁদের গাড়ি চট্টগ্রাম-গ- ৭৮৫০ বাঁশ বোঝাই করে উত্তর নাইল্যাছড়ি অতিক্রম করার সময় রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে বাঁশের নিচে চাপা পড়ে একই এলাকার মৃত আনা মিয়ার ছেলে সাহাব উদ্দন (৫২) মারা যান।

দুর্ঘটনার পর চালক মোরশেদ পালিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত গাড়ির মালিক মোহাম্মদ হোসেন সালিশি বৈঠকের মাধ্যমে দুর্ঘটনার বিষয়টি সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয় মেম্বার মো শাহজাহান।

কাউখালী থানার ওসি মো. পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Exit mobile version