কাউখালীতে ইছামতি খালে ডুবে মাদরাসা ছাত্রীর মৃত্যু

রাঙামাটির কাউখালীতে ইছামতি খালে ডুবে সাদিয়া আক্তার নামে নয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১১ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার কাশখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের বাবা জামাল উদ্দিন জানান, শুক্রবার বিকেলে তার নয় বছরের মেয়ে সাদিয়া আক্তার বাড়ির পাশে খেলতে যায়। এসময় সবার অজান্তে সে ইছামতি খালে নামলে প্রচণ্ড স্রোতে সে ভেসে যায়। খবর পেয়ে এলাকার লোকজন সাদিয়াকে উদ্ধারে ইছামতী খালে তল্লাশি চালায়। এক পর্যায়ে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে রাঙ্গীপাড়া বালির চরে তার সন্ধান পায়। পরে তাকে উদ্ধার করে কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
সাদিয়া কাশখালী রশিদিয়া তালিমুল কোরআন মাদরাসার ২য় শ্রেণির ছাত্রী ছিলো বলে জানিয়েছে তার পরিবার। এ ঘটনায় পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।