কাউখালীতে একজনকে পিটিয়ে হত্যা: আটক-৪
পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষ পিটিয়ে হত্যা করলো এক দিনমজুরকে। সোমবার রাতে উপজেলার বেতবুনিয়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রধান সন্দেহভাজনসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
কাউখালী থানার ওসি মো. শহিদ উল্লাহ পিপিএম জানান, উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের পচুপাড়া গ্রামের চাইথুই মারমা (৪০) কয়েক মাস পূর্বে একই গ্রামের ক্যাসিনু মারমা (৪০) কে ১০ হাজার টাকা হাওলাত দেন। সোমবার রাত ১০টায় পাওনা টাকা চাইতে ক্যাসিনু মারমার বাড়ীতে যান চাইথুই মারমা।
এসময় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দু’জন বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এসময় ক্যাসিনু মারমাসহ আরো তিনজন মিলে চাইথুই মারমাকে ব্যাপক মারধর করে। এক পর্যায়ে চাইথুই মারমা সংজ্ঞাহীন হয়ে পড়লে বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে দূর্গম পাহাড়ে ফেলে দিয়ে আসে। এতে রাতেই তার মৃত্যু হয়। সকাল ১১টায় এলাকার মানুষ লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
দুপুরে বেতবুনিয়া পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাঙামাটি প্রেরণ করে।
ঘটনার সাথে জড়িত প্রধান সন্দেহভাজনসহ চারজনকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।
আটককৃতরা হলো- পচুপাড়া গ্রামের অংহলা মারমার ছেলে ক্যাসিনু মারমা (৪০), একই গ্রামের সাথোয়াই মারমার ছেলে চাইথুই মারমা, নিংচাই মারমার ছেলে সাচিং মারমা, (৩০), চাবাথোয়াই মারমার ছেলে চাইমং থোয়াই মারমা। হত্যার ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে কাউখালী থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে।