কাউখালীতে গোলাবারুদসহ বিপুল অস্ত্র উদ্ধার


রাঙামাটির কাউখালী উপজেলায় ইউপিডিএফের গোপন আস্তানার সন্ধান ও গোলাবারুদসহ বিপুল সামগ্রী উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। শুক্রবার (০৭ মার্চ) উপজেলার ঘাগড়া ইউনিয়নের হাজাছড়ি এলাকায় গোয়েন্দা তথ্যর ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
রাঙামাটি সদর জোনের পক্ষ থেকে জানানো হয়, অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ইউপিডিএফ প্রসীত গ্রুপের স্বশস্ত্র সদস্যরা পালিয়ে গেলেও এলাকাটি ঘিরে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গোলাবারুদ, সন্ত্রাসীদের ব্যবহৃত ইউনিফর্ম, বাইনোকুলার, ওয়াকি-টকি সেট, কম্পিউটার হার্ডডিস্ক ও চাঁদা আদায়ের রশিদসহ অন্যান্য নথিপত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। বর্তমানে ওই এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত এবং এলাকাজুড়ে সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমনে সেনাবাহিনীর তৎপরতা চলছে। পার্বত্য চট্টগ্রামে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সেনাবাহিনী দীর্ঘদিন ধরে সশস্ত্র সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে। চাঁদাবাজি, অবৈধ অস্ত্র ব্যবহার এবং সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে নিরাপত্তা বাহিনীর এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পার্বত্য চট্টগ্রামে শান্তি ও নিরাপত্তা রক্ষায় তাদের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানানো হয়।

















