কাউখালীতে চোলাই মদসহ যুবক আটক
রাঙামাটি কাউখালী উপজেলার ঘাগড়া আর্মি ক্যাম্প এলাকা থেকে ৭৪ লিটার চোলাই মদসহ মো. শাহাদাত (২২) নামে এক যুবক আটক করেছে নিরাপত্তা বাহিনী।
বৃহস্পতিবার (৩ আগস্ট) রাত ৮টায় ঘাগড়া আর্মি ক্যাম্প চেকপোস্টে নিয়মিত তল্লাশিকালে সিএনজি চালিত অটোরিক্সাসহ তাকে আটক করা হয়। এসময় সিএনজিতে থাকা স্যালাইনের প্যাকেটে ৭৪লিটার চোলাই মদ জব্দ করা হয়।
আটককৃত শাহাদাত চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার নজু মিয়া হাট এলাকার মৃত শেখ আহম্মদের ছেলে বলে জানা গেছে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ পারভেজ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিরাপত্তা বাহিনী ও কাউখালী থানা পুলিশের যৌথ অভিযানে সিএনজিচালিত অটোরিক্সা তল্লাশি চালিয়ে স্যালাইনের প্যাকেটে থাকা মদসহ শাহাদাতকে আটক করা হয়।
তিনি আরো জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া রয়েছে। এছাড়া মাদক পাচারে ব্যবহার করা গাড়িটিও জব্দ করা হয়েছে।