parbattanews

কাউখালীতে চোলাই মদসহ ১জন আটক

কাউখালী প্রতিনিধি:

অভিনব কায়দায় পাচারকালে চোলাই মদসহ এক যুবককে আটক করেছে কাউখালী থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার(২২ ডিসেম্বর) ভোর সাড়ে চারটায় উপজেলার বেতবুনিয়া রাবারবাগান চেক পোস্ট এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে।

পুলিশের উপস্থিতি  টের পেয়ে পাচারকারী মুল হোতা বাপ্পী (৩৫) পালিয়ে যায়। এ সময় সিএনজির ভেতরে রাখা ১১৬ লিটার মদ ও সিএনজিসহ (চট্টগ্রাম-থ-১২- ৯১৪৮)চালককে আটক করা হয়।

আটকৃত চালক মো. পারভেজ (৩২) চট্টগ্রাম ফটিকছড়ি ইউনিয়নের গামারী টিলার বাসিন্দা নুরুল আলমের ছেলে। তল্লাশীর সময় একই এলাকার চোলাই মদ পাচারকারী দলের মূল হোতা বাপ্পী (৩৫) পালিয়ে যায়।

কাউখালী থানার কর্মকর্তা মো. মনজুরুল আলম জানান, সিএনজি অটোরিক্সার ইঞ্জিন বক্সসহ বিভিন্ন অংশে সাজিয়ে কাউখালী থেকে মদের একটি চালান চট্টগ্রাম নিয়ে যাওয়া হচ্ছিল। রাত সাড়ে চারটায় গোপন সংবাদের ভিত্তিতে রাবার বাগান এলাকায় অভিযান চালিয়ে ১১৬ লিটার চোলাই মদ বহনকারী একটি সিএনজি অটোরিক্সা ও চালককে আটক করে কাউখালী থানা পুলিশ। এ সময় বাপ্পী নামে একজন পালিয়ে যায়। আটকৃত চালকের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। রবিবার(২৩ ডিসেম্বর) সকালে তাকে আদালতে সপোর্দ করা হয়বলে জানিয়েছে ওসি।

Exit mobile version