কাউখালীতে পাহাড়ি-বাঙালি শান্তি সমাবেশ

fec-image

পার্বত্য চট্টগ্রাম জুড়ে পাহাড়ি-বাঙালির মাঝে সৃষ্ট উত্তেজনা নিরসনে এবং শান্তি শৃঙ্খলা বাজায় রাখার লক্ষ্যে রাঙামাটি জেলার কাউখালিতে শান্তি ও সম্প্রীতি সভার আয়োজন করেছে কাউখালী উপজেলা বিএনপি।

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিশ্রামাগার সম্মেলন কক্ষে এ সভা আহ্বান করা হয়।

পোয়াপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের সর্বজন শ্রদ্ধেয় সাবেক প্রধান শিক্ষক অমলেন্দু রোয়াজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি মো. মহিউদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব, সহ-সভাপতি আবুল কালাম, সাবেক ভাইস চেয়ারম্যান অর্জুনমনি চাকমা, ফটিকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উষাতন চাকমা, উপজেলা বিএনপির সহ-সভাপতি বেলাল উদ্দিন, কাউখালী কলেজের অধ্যক্ষ বিপন চাকমা, কচুখালী সমাজ প্রতিনিধি ও সাবেক ভাইস চেয়ারম্যান মংশুইউ চৌধুরী ধুমং, পানছড়ি স্কুলের প্রধান শিক্ষক আশুতোষ চাকমা, সাবেক মেম্বার অংসুইপ্রু চৌধুরী, বেতছড়ি সমাজের সভাপতি মো. আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক আলী আহাম্মদ, পোয়াপাড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক চিংকিউ চৌধুরী, কচুখালী পাড়া কার্বারী উক্যজাই কার্বারী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, পরাজিত ফ্যাসিবাদী শক্তি দেশে একের পর এক নৈরাজ্য সৃষ্টির চালিয়ে ব্যর্থ হওয়ার পর নতুন করে শান্ত পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করার হীন চেষ্টায় লিপ্ত রয়েছে। তারাই ধারাবাহিকতায় পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির পায়তারা চালিয়ে যাচ্ছে। বক্তারা বলেন, গত দু’দিনে পাহাড়ে যা ঘটেছে তার জন্য পরাজিত ফ্যাসিবাদীরা জড়িত থাকার প্রমাণ পাওয়া যাচ্ছে।

বক্তারা বলেন, গত দু’দিন রাঙ্গামাটিতে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করলেও কাউখালীর পরিবেশ ছিলো শান্ত। কোন কুচক্রী মহল এ শান্তিপূর্ণ পরিস্থিতির ব্যাঘাত ঘটাতে না পারে তার জন্য উপস্থিত পাহাড়ী-বাঙালি সকলকে সজাগ থাকার আহ্বান জানান। এজন্য আগামী ২৭ সেপ্টেম্বর শান্তি সমাবেশের মাধ্যমে পাহাড়ি-বাঙালির সমন্বয়ে একটি লেঁয়াজু কমিটি গঠনের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন