কাউখালীতে বাঁশ বোঝাই ট্রাক থেকে পড়ে শ্রমিকের মৃত্যু


রাঙামাটি কাউখালী উপজেলার হাসপাতাল সড়কে বাঁশ বোঝাই ট্রাক থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে কাউখালী উপজেলার কাশঁখালী এলাকা থেকে ট্রাকটি বাঁশ নিয়ে আসার পথে গাড়ি থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় প্রথমে কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সন্ধ্যায় চমেক হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানা গেছে।
রানীরহাট বাঁশ ব্যবসায়ীর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো. হোসেন মেম্বার মৃত্যুর ঘটনা স্বীকার করলেও ট্রাকটিতে বাঁশ থাকার কথা অস্বীকার করেন নিহত শ্রমিক রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়ের ২নং ওয়ার্ডের আবুল কালামের ছেলে মো. শাহ আলম।
স্থানীয়রা জানায়, ব্যবসায়ী মো. হোসের মেম্বারের বাঁশ বোঝাই ট্রাক (ঢাকা মেট্টো-ট-১৪-২৭৮৪) কাউখালীর কাশখালী এলাকা থেকে বাঁশ বোঝাই করে আসার পথে হাসপাতাল সড়ক দিয়ে যাওয়ার পথে ড্রাইভাবের অসতর্কতার কারনে ঐ শ্রমিক বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে গাড়ি থেকে পড়ে গিয়ে গুরুত্ব আহত হয়। মূমর্ষ অবস্থায় দ্রুত স্থানীয়রা তাকে কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নিলে সন্ধ্যায় তার মৃত্যু হয়।
কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সাগড় বড়ুয়া জানান, মাথায় গুরুত্ব আঘাত নিয়ে একজন ব্যক্তিকে ভর্তি করা হয়েছিলো। কিন্তু রুগীর অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম হাসপাতালে পাঠানো হয়।
কাউখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সোহাগ জানান, একজন শ্রমিক মৃত্যুর ঘটনা শুনেছি তবে কেউ এখনো কোন অভিযোগ করেনি, আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

















