parbattanews

কাউখালীতে ১৩ মেধাবী শিক্ষার্থীকে উপবৃত্তির চেক প্রদান

সম্বৃদ্ধি কর্মসূচীর আওতায় পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় ১৩জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীর মাঝে উপবৃত্তির দেড় লক্ষাধিক টাকার চেক প্রদান করেছে বেসরকারি সংস্থা ইপসা।

২০১৯ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে এসব চেক বিতরণ করা হয়। এ উপলক্ষে সোমবার সকাল ১১টায় কাউখালীর পোয়াপাড়া এলাকায় সংস্থাটির নিজস্ব ভবনে এক আলোচনা সভার আয়োজন করে।

কাউখালী উপজেলা নির্বাহী অফিসার শতরূপা তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শামশু দোহা চৌধুরী।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলমপতি ইউপি চেয়ারম্যান ক্যজাই মারমা, ইপসার অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচীর পরিচালক মনজুর মোরশেদ চৌধুরী, বিআরডিবির চেয়ারম্যান মো. বেলাল উদ্দিন, কাউখালী প্রেসক্লাবের সভাপতি আরিফুল হক মাহবুব, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জুয়েল, ইপসা সম্বৃদ্ধি কর্মসূচীর সমন্বয়কারী মো. এনামুল হক শান্ত এবং কাউখালী শাখার কর্মকর্তাবৃন্দ। উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তারা সংস্থাটির এমন কার্যক্রম চালুর বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।

বক্তারা বলেন, ইপসা কর্তৃক এধরণের কার্যক্রমের ফলে ছাত্র-ছাত্রীরা উৎসাহিত হবে এবং ভবিষ্যতে লেখাপড়ার ক্ষেত্রেও অনুপ্রেরণা যোগাবে। বক্তারা ভবিষ্যতে এর পরিধি আরও বৃদ্ধি করার জন্য সংস্থার পরিচালকে অনুরোধ জানান।

অনুষ্ঠানে প্রথম দফায় ১৩ জন দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে মাথাপিছু ১২ হাজার টাকা করে মোট ১,৫৬,০০০ টাকার চেক বিতরণ করেন। জীবনে প্রথম বারের মতো কোন বেসরকারি সংস্থা থেকে বড় অংকের উপবৃত্তির টাকা পেয়ে ছাত্র-ছাত্রীরা আনন্দে মেতে উঠে।

Exit mobile version