কাউখালীতে ১৭৬ লিটার চোলাই মদ উদ্ধার, নারীসহ আটক ৩
২৪ ঘণ্টার ব্যবধানে রাঙামাটি কাউখালী উপজেলার রাবার বাগান চেক পোস্ট ও ঘাগড়া চেকপোস্টে সিএনজিতে অভিযান চালিয়ে ১৭৬ লিটার চোলাই মদ ও মদ বহনকারী দুইটি সিএনজিসহ এক নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কাউখালী থানা পুলিশ।
সোমবার (৯ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতেে রাবার বাগান চেক পোস্টে তল্লাশি করে রাঙামাটি থেকে চট্টগ্রামগামী সিএনজি দুটিসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- চট্টগ্রাম জেলার ভূজপুর থানার মো. সেলিমের ছেলে মো. বাদশা, রাউজান থানার মৃত লেদু মিয়ার ছেলে মো. এমদাত হোসেন, পটিয়া উপজেলার আক্তার হোসেনের স্ত্রী ফৈরদোস বেগম (৩৭)।
কাউখালী থানার অফিসার ইনচার্জ পারভেজ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কাউখালী থানা পুলিশের অভিযানের সময় সিএনজি তল্লাশি চালিয়ে মোট ১৭৬ চোলাই মদ, মদ বহনকারী দুটি সিএনজি সহ তিনজনকে আটক করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মাদক পাচারের কাজে ব্যবহার করা গাড়ি দুটিও জব্দ করা হয়েছে।