কাউখালীর ঘাগড়া থেকে অস্ত্রসহ জেএসএস নেতা আটক

রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া থেকে দেশীয় তৈরি পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ জেএসএস (সন্তু) নেতা আলোময় চাকমা (বলয়)-কে আটক করেছে নিরাপত্তা বাহিনী।
রবিবার (২৫ সেপ্টেস্বর) রাত দশটায় ঘাগড়া ক্যাম্পের আওতাধীন চম্পাতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
জানা যায়, ঘাগড়া ক্যাম্পের আওতাধীন নিরাপত্তা বাহিনীর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চম্পাতলী এলাকায় জেএসএস নেতা আলোময় চাকমা (বলয়) এর ঘর তল্লাশি চালায়। এসময় একটি কক্ষে বালতির ভেতর কাপড় মোড়ানো অবস্থায় দেশীয় তৈরি ১টি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করে।
অভিযানের সময় আলোময় চাকমা বাড়ীতে না থাকায় পরিবারের সদস্যদের মাধ্যমে মোবাইল করে কৌশলে ডেকে এনে তাকে আটক করা হয়। রাতে তাকে নিরাপত্তা বাহিনীর হেফাজতে নেয়া হয়েছে। জিজ্ঞাবাদ শেষে আটককৃত ব্যক্তিকে পুলিশের কাছে ন্যস্ত করা হবে জানা গেছে।
ঘাগড়া ইউনিয়নের চম্পাতলী গ্রামের গুপ্ত বিহারীর ছেলে আলোময় চাকমা ওরফে বলয় এক সময় ইউপিডিএফ (প্রসীত) গ্রুপ কাউখালী ইউনিটের দুর্দান্ত ক্যাডার ছিলো। পরবর্তীতে অভ্যন্তরীণ কোন্দলে প্রসীতের ইউপিডিএফ ছেড়ে সন্তুর জেএসএস’এ যোগ দেয়।