কাচালং নদীতে ডুবে চাকমা শিশুর মৃত্যু


রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় কাচালং নদীতে ডুবে সুহামণি চাকমা (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৩ জুলাই) বিকেলে উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের বালুখালী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে বালুখালী গ্রামে শিশু সুহামণি চাকমা নিজ বাড়ির পাশে খেলার সময় পানিতে পড়ে ডুবে যায়। পরে তার মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার বিকেলে উপজেলার নারকেল বাগান এলাকায় স্কুল থেকে বাড়িতে ফিরার পথে নদীর পানির স্রোতে ভেসে গিয়ে এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে।
ঘটনাপ্রবাহ: চাকমা শিশু, মৃত্যু, রাঙামাটি
Facebook Comment