কাজু বাদাম বস্তা,আমে ক্যারেট ও তামাকের প্যাকেটে করে পাচার করছে মায়ানমারে সিগারেট

fec-image

বান্দরবানের থানচি মায়ানমার-বাংলাদেশ সীমান্ত ঘেঁষা বড় মদক হতে সাংগু নদীর পথে থানচি সদর হতে কাজু বাদাম বস্তা, আমে ক্যারেট ও তামাকের প্যাকেট করে পাচার করছে মায়ানমারে সিগারেট ওয়রিস্ট।

পাচারে জড়িত একটি সিন্ডিকেট চক্র শক্তিশালী ও সুকৌশলে আইনশৃংঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে দেশের সমতল অঞ্চলে পাচার চলছে দীর্ঘদিন ধরে।

সম্প্রতি পাচারের সময় সিগারেটের মালিকবিহীন আমের ক্যারেট করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পৃথকভাবে দুইটি চালান আটক করলে ও পাচারকারীরা ধরাছোয়া বাইরে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৮ ব্যাটালিয়ানের সদস্যরা গত ২৫ এপ্রিল বড় মদক থেকে সাংগু নদীর পথে আমের ক্যারেটে করে নিয়ে আসার একটি চালান থানচি বাজার ঘাটের বিজিবি পোস্ট কমান্ডার হাবিঃ মো. আবুল হোসেন নেতৃত্বে মায়ানমারের সিগারেট ওয়রিস্ট ১৯৯৮ প্যাকেটের একটি চালানআটক করতে স্বক্ষম হয়।

এছাড়াও ১৯ মে থানচি বান্দরবান সড়কে যাত্রীবাহী বাসের পূবালী, (চট্টো মেট্রো জ ১৪-২৪৯০) এর লাগেজ বক্সে আমের ক্যারেট এর মধ্যে লুকায়িত অবস্থায় ৫০০ প্যাকেট মায়ানমারের Oris সিগারেট জব্দ করা হয়। যার সিজারের দুই লাখ বিশ হাজার টাকা মূল্য নির্ধারণ করেন বিজিবি।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বলিপাড়া ৩৮ ব্যাটালিয়ানের অধিনায়ক লে: কর্নেল জহিরুল ইসলাম, জি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ( বিজিবি) সীমান্ত রক্ষাসহ দেশের সর্বভৌমত্ব বিষয়ের ও চোরাচালান যতই শক্তিশালী হোক কেউ ছাড়া পাবে না।

পাহাড়ে জননিরাপত্তা,আত্ব-সামাজিক উন্নয়ন শিক্ষা, স্বাস্থ্য সেবাসহ সম্প্রদায়িক সম্প্রীতি এবং শান্তির পরিবেশ ফিড়িয়ে দিতে এবং বাস্তবায়নের নিরলস ভাবে ক্লান্তিহীন কাজ করে যাচ্ছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: থানচি, বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন