কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্স শিশু ও মা সুস্থ আছে

নরমাল ডেলিভারিতে ২৪ ঘণ্টায় ৭ শিশুর জন্ম

fec-image

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ম বারের মতো গত ২৪ ঘন্টায় নরমাল ডেলিভারীতে ৭টি শিশুর জন্ম হয়েছে। তার মধ্যে ৪টি মেয়ে শিশু ও ৩টি ছেলে শিশু হয়েছে। বর্তমানে নবজাতক শিশু ও তাদের মায়েরা সুস্থ আছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানান।

কাপ্তাই উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনি জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহলা অং মারমা, গাইনী কনসালটেন্ট ডাঃ তওফিকুন নাহার মোনার সার্বিক তত্ত্বাবধানে এ ডেলিভারি সম্পন্ন করেন সিনিয়র স্টাফ নার্স করুনাময়ী তনচংগ্যা, প্রমিলা বিশ্বাসের নেতৃত্বে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর দায়িত্বরত নার্সিং কর্মকর্তাবৃন্দ।

এছাড়া তিনি আরো বলেন, বর্তমানে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কাপ্তাইয়ের দুর্গম প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য সেবার বাতিঘর হিসেবে পরিচিতি পেয়েছে। দুর্গম অঞ্চলের রোগীরা এখানে খুব সহজে সর্বোচ্ছ স্বাস্থ্য সেবা পাচ্ছে। এর আগেও নরমাল ডেলিভারীতে কাপ্তাই কয়েকটি শিশুর জন্ম হয়েছে।

তবে হাসপাতালের ইতিহাসে প্রথমবারের মতো ২৪ ঘন্টায় নরমাল ডেলিবারীতে ৭টি শিশুর জন্ম হয়েছে। নরমাল ডেলিভারিতে অভিভাবক এতে করে স্থানীয় বাসিন্দাদের মাঝে হাসপাতালের আস্থা, ভরসা বৃদ্ধি পাচ্ছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন