কাপ্তাইয়ের ওয়ারেন্টভুক্ত আসামি সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার
রাঙ্গামাটির কাপ্তাই থানার ওয়ারেন্টভুক্ত আসামি মোহাম্মদ হোসেন (৫৫)’কে চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) ভোর ৫টার দিকে কাপ্তাই থানার এএসআই সেলিম সিরাজ মজুমদার তাকে সীতাকুণ্ড থানা এলাকা থেকে গ্রেপ্তার করেন।
মোহাম্মদ হোসেন কাপ্তাই বারঘোনা ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের আব্দুল কাদেরের ছেলে।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ জানান, পুলিশ সুপারের নির্দেশনায় বিশেষ অভিযানে পলাতক এই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে বুধবার সকালে তাকে পুলিশ পাহারায় রাঙ্গামাটি আদালতে সোপর্দ করা হয়েছে।
Facebook Comment