কাপ্তাইয়ে আহত অবস্থায় বিলুপ্তপ্রায় সাস্বার হরিণ উদ্ধার

fec-image

রাঙামাটির কাপ্তাই উপজেলার পানি বিদ্যুৎ কেন্দ্র এলাকার স্পীলওয়ে সংলগ্ন কর্নফুলী নদী থেকে আহত অবস্থায় একটি পুরুষ সাস্বার হরিণ উদ্ধার করেছে বনবিভাগ।

শুক্রবার (২৭ জুন) দুপুর ২টার দিকে ঘটনাস্থলে গিয়ে নদী থেকে এই বন্যহরিণটি উদ্ধার করে নিয়ে আসা হয়। বিলুপ্ত সাম্বাল হরিণটি দৈর্ঘ্য ৮ ফুট, ওজন ১০০ কেজি বলে জানায় বনবিভাগ।

কাপ্তাই রেঞ্জ অফিসার ওমর ফারুক স্বাধীন জানান, বিভাগীয় কর্মকর্তার দিক-নির্দেশনায় এটি উদ্ধার কাজ করা হয়েছে। ধারণা করা হচ্ছে কাপ্তাই পিডিবির ব্রীকফিল্ড এলাকার উত্তর পাশে গহীন জঙলে কেউ হরিণটিকে শিকার করার জন্য ধাওয়া করে। এক পর্যায়ে হরিণটি বাঁচার জন্য এসে বিদ্যুৎ কেন্দ্রের স্পীলওয়ে সংলগ্ন নদীতে ঝাঁপ দেয়। তৎক্ষণিক বন বিভাগ খবর পাওয়ার পর বন্য হরিণটিকে ডান পায়ে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বিকালে আহত অবস্থায় সুচিকিৎসার জন্য কাপ্তাই রেঞ্জে আনা হয়। হরিণটি ডান পায়ে আঘাতপ্রাপ্ত হয়েছে।

কাপ্তাইয়ের ভেটেনারি চিকিৎসক মনু চাকমা হরিণটির চিকিৎসা করছেন। উন্নত চিকিৎসা ও সঠিক পরিচর্যার জন্য কক্সবাজারের দুলহাজারি পার্কের একটি টিম আসছে রাতে। তাদের নিকট এটি হস্তান্তর করা হবে বলে জানান।

রেঞ্জ কর্মকর্তা আরও জানান, রাঙামাটির কাপ্তাইয়ের পাহাড়ি গভীর জঙ্গলে বিভিন্ন বন্যপ্রাণী রয়েছে। যার মধ্যে হাতি, হরিণ, বানর, অজগর উল্লেখযোগ্য। প্রায় সময় এসব বন্যপ্রাণী লোকালয়ে নেমে আসে। বন্যপ্রাণীদের সুরক্ষায় সকলকে এগিয়ে আসা প্রয়োজন বলে মনে করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন