কাপ্তাইয়ে উদ্ধারকৃত ১২টি পানকৌড়ি রাঙ্গুনিয়া ইকোপার্কে হস্তান্তর
রাঙামাটির কাপ্তাই রেঞ্জের বিএফআইডিসি শিল্প এলাকায় বিক্রয় করার সময় ১২টি পানকৌড়ি উদ্ধার করেছে বন বিভাগ।
শনিবার বেলা ১১টায় রাঙ্গুনিয়া উপজেলা শেখ রাসেল ইকোপার্কে কাপ্তাই রেঞ্জ অফিসার এএসএম মহিউদ্দিন চৌধুরী পানকৌড়িগুলো হস্তান্তর করে।
শুক্রবার রাত সাড়ে ৮ বিএফআইডিসি শিল্পএলাকায় কিছু শিকারী পানকৌড়ি ১২টি বিক্রয় করার জন্য আনে। এমন সময় কাপ্তাই রেঞ্জের কামিলাছড়ি বিটের ওয়াচার জয়নাল আবেদীন সংবাদ পেয়ে শিকারীর নিকট হতে পানকৌড়িগুলো উদ্ধার করে এবং কাপ্তাই রেঞ্জ অফিসে নিয়ে আসে।
কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা এএসএম মহিউদ্দিন চৌধুরী জানান, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জাহিদুর রহমান মিয়া (ডিএফও) নির্দেশনায় পানকৌড়িগুলো রাঙ্গুনিয়া শেখ রাসেল এভিয়ারী ইকোপার্কে হস্তান্তর করা হয়।
এসময় শেখ রাসেল ইকোপার্ক দায়িত্বরত বিট কর্মকর্তা মাহামুদুল হাসান পালাশ, কাপ্তাই প্রেসক্লাব সাবেক সভাপতি কবির হোসেনসহ রাঙ্গুনিয়া ইকোপার্কের কর্মকর্তা ও বনবিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।