কাপ্তাইয়ে এসএসসি ও দাখিল ১০৬২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ


রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪টি পরীক্ষা কেন্দ্রে এবার এসএসসি ও দাখিল পরীক্ষার্থী ১০৬২ জন অংশগ্রহণ করেছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল দশটা হতে পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা কেন্দ্রগুলোহল নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২শত ৮৩, কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৩শত ৯৪ জন এবং বড়ইছড়ি কর্ণফুলি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২শত ৮৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।
এদিকে দাখিল পরীক্ষায় কাপ্তাই আল আমিন নুরিয়া মাদ্রাসা কেন্দ্রে সর্বমোট ৯৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জানান, সৈয়দ মাহামুদ হাসান জানান আমরা সুষ্ঠ পরীক্ষার জন্য সকল ধরনের প্রস্তুতি নিয়েছি। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এদিন উপজেলার কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন।
তিনি জানান এসএসসি এবং দাখিল পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে সম্পাদন হয় সেইজন্য পরীক্ষা কেন্দ্রের আশেপাশে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আমি সকল অভিভাবক এবং সকলের সহযোগিতা চাই।